সভাপতির বাণী

সময়টা ছিল ১৯৭৪ খ্রি.। শিক্ষার ক্ষেত্রে স্বাধীন বাংলাদেশ ছিল অনগ্রসর। এমন পরিস্থিতিতে এই এলাকার কিছু মহৎ প্রাণ শিক্ষানুরাগীদের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যোগে নাটিমা ফাযিল মাদ্রাসাটির পথচলা শুরু করে। যাদের অসামান্য অবদানে এবং প্রচেষ্টায় এই মাদ্রারাসাটি প্রতিষ্ঠিত হয়েছে আমি তাদেরকে জানাই আমার গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। বিদ্যাপিঠটি ইহার উষালগ্ন থেকে অদ্যবধি নিরবিচ্ছিন্নভাবে পবিত্র ইসলামী জ্ঞানের পাশাপাশি যুগোপযোগী বিজ্ঞান, কলা, বাণিজ্য ও তথ্যপ্রযুক্তির শিক্ষা এই জনপদের শিক্ষার্থীদের মাঝে বিস্তার করে চলেছে। প্রতি বছর অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর সংস্পর্শে অগণিত শিক্ষার্থী দেশপ্রেম, উন্নত জীবনবোধ, মুক্তিযুদ্ধের চেতনা, সাংস্কৃতি ও জাতীয়তাবোধ সমৃদ্ধ সুযোগ্য নাগরিক হিসাবে তাদেরকে গড়ে তুলতে সক্ষম হচ্ছে। এইসব শিক্ষার্থীরা তাদের যোগ্য নেতৃত্বে বাংলাদেশকে বিশ্ব দরবারে দাঁড় করাতে সক্ষম হবে বলে আমি মনে করি।

এই বিদ্যাপীঠের সভাপতি পদে সমাসীন হতে পেরে আমি খুব গর্বিত। কারণ এটার মধ্য দিয়ে নিঃস্বার্থভাবে সমাজের জন্য কাজ করার একটি সুযোগ আমার সামনে উন্মোচিত হয়েছে। পরিশেষে, সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং গভর্নিংবডির সদস্যগণকে আমার অকৃত্রিম শ্রদ্ধা জানাই এবং প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতির জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।

মোহাঃ মতিয়ার রহমান
সভাপতি
নাটিমা ফাযিল মাদ্রাসা
ডাকঘর: নাটিমা (৭৩৪০),
মহেশপুর, ঝিনাইদহ।
মোবা. ০১৭১৬৭৮০৫৩৫