সভাপতির বাণী

সময়টা ছিল ১৯৭৪ খ্রি.। সদ্য স্বাধীন বাংলাদেশ। শিক্ষার ক্ষেত্রে ছিল নিদারুন অনাগ্রসরতা। এহেন মুহুর্তে এলাকার কিছু মহৎ প্রাণ শিক্ষানুরাগীদের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যোগে আজিকার নাটিমা ফাযিল মাদ্রাসাটির পথচলা শুরু হয়। যাদের অসামান্য অবদান ইহার অভ্যুদয়ের ইতিহাসে মিশে আছে আমি তাদেরকে জানাই আমার গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। বিদ্যা পিঠটিতার উষা লগ্ন থেকে অদ্যবধি নিরবিচ্ছিন্নভাবে পবিত্র ইসলামী জ্ঞানের পাশাপাশি যুগোপযোগী বিজ্ঞান, কলা, বানিজ্য ও তথ্যপ্রযুক্তির শিক্ষা এই জনপদের শিক্ষার্থীদের মাঝে বিস্তার করে চলেছে। প্রতিবছর অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর সংস্পর্শে অগণিত শিক্ষার্থী দেশপ্রেম, উন্নত জীবনবোধ, মুক্তিযুদ্ধেরচেতনা, সাংস্কৃতি কমনবৃত্তি ও জাতীয়তা বোধসমৃদ্ধ সুযোগ্য নাগরিক হিসাবে তাদেরকে গড়ে তুলতে সক্ষম হচ্ছে।এইসব শিক্ষার্থীরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নত বিশ্বের দরবারে দাঁড় করাতে সক্ষম হবে বলে আমি মনে করি।

 

এই বিদ্যাপীঠের সভাপতি পদে সমাসীন হতে পেরে আমি খুব গর্বিত। কারণ এটার মধ্য দিয়ে নিঃস্বার্থভাবে সমাজের জন্য কাজ করার একটি সুযোগ আমার সামনে উন্মোচিত হয়েছে। পরিশেষে সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং গভর্নিংবডিকে  আমার অকৃত্রিম শ্রদ্ধা জানাই এবং প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতির জন্য আমি সকলের সক্রিয় সহযোগিতা কামনা করি।

 

 

মোঃএমদাদুল হক

সভাপতি

নাটিমা ফাযিল মাদ্রাসা

মহেশপুর, ঝিনাইদ।