অধ্যক্ষের বাণী

মহেশপুর শহর থেকে ৪ কি. মি. দক্ষিণে অবস্থিত ঐতিহ্যবাহী এ মাদ্রাসাটি যেখানে চারিদিকে ছায়া সু্শীতল মনোমুগ্ধ পরিবেশে সুষ্ঠু সুন্দর শিক্ষা চর্চার অপূর্ব এক বিদ্যাপীঠ নাটিমা ফাযিল মাদ্রাসা, ডাক: নাটিমা, উপজেলা: মহেশপুর, জেলা: ঝিনাইদহ। কালের বিবর্তন ধারায় যুক্ত হয়েছে বিজ্ঞানের অত্যাধুনিক তথ্য প্রযুক্তির বাহন কম্পিউটার, ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগ যা তরুন শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার পথ সুগম করে দিয়েছে। আকাঙ্খার প্রান্তরে দাড়িয়ে প্রাপ্তির এই আনন্দে সবার সাথে আমি মুগ্ধ ও পুলকিত। আজ ন্যায়বোধ, কল্যাণবোধ, সুচিন্তা, মানবিকতা বিদায়ের পথে। হাজারো দানব আমাদের এ সমাজকে প্রতিনিয়তই চিবিয়ে খাচ্ছে। আমরা প্রতিদিন ক্ষতির সম্মুখিন। কিন্তু একজন শিক্ষার্থী অমৃতের সন্তান। তার মৃত্যু নেই। সে জ্ঞান আহরণের মাধ্যমে সত্তার পরিবর্তন ঘটায়, বিবেক-বিচারবোধ, সুবিবেচক পরিলক্ষিত হয়। তখন সত্য উদ্ভাসিত হয়। উদ্ভাসিত হয় মানবিক মূল্যবোধ। সে জন্য আমাদের তরুন শিক্ষার্থীদের নিয়ে বার বার চর্চায় সহায়তা করতে হবে। শিক্ষার্থীরা নতুন নতুন আবিষ্কার আর  স্ব-জ্ঞানে নিজেদের পরিপূর্ণ করে মানব জাতিকে আলোকিত করুক এ আকাঙ্খা রাখতে পারি।

 

মোঃ আব্দুল জব্বার

অধ্যক্ষ

নাটিমা ফাযিল মাদ্‌রাসা

মহেশপুর, ঝিনাইদহ।

০১৯২৮৪৬৭৮৮৮