প্রতিষ্ঠানের ইতিহাস

নাটিমা ফাযিল মাদ্‌রাসা ১৯৭৪খ্রি. সালে প্রতিষ্ঠা লাভ করে। মো: সমশের আলী মিয়া, মো: আয়ুব হোসেন, মো: এলাহী বক্স, মো: আব্দুল মান্নান, মো: লুতফর রহমান ও সোনাই গাজী প্রমুখ জমি দান করে মাদ্‌রাসা প্রতিষ্ঠায় অবদান রেখেছেন। ১৯৭৯খ্রি. সালে মাদ্‌রাসা শিক্ষা বোর্ড কর্তৃক দাখিল, ০১/০৭/১৯৯৬খ্রি. সালে আলিম এবং ০১/০৭/২০০৬খ্রি. সালে ফাযিল হিসাবে স্বীকৃতি লাভ করে।

উপজেলা পর্যায়ে “জাতীয় শিক্ষা সপ্তাহ” অনুষ্ঠানে ১৯৯৫, ১৯৯৭ ও ২০০১খ্রি. সালে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়।মাদ্‌রাসায় নিয়মিত স্কাঊটিং দল আছে যা বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত। ২০০১খ্রি. সালে সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় “সামাজিক উন্নয়ন স্কাঊটিং” সনদ পায়। দাখিল পর্যায়ে পরপর ৩ বৎসর ভাল ফলাফলের জন্য সেকায়েপ কর্তৃক ১ লক্ষ টাকা উদ্দীপনা পুরস্কার লাভ করে।

 

 

মোঃ আব্দুল জব্বার

অধ্যক্ষ

নাটিমা ফাযিল মাদ্‌রাসা

মহেশপুর, ঝিনাইদহ।

০১৯২৮৪৬৭৮৮৮